ইসলাম ও সত্যঅনুসন্ধানী প্রতিবেদনতথ্য যাচাইপ্রবন্ধ
Trending
যুগে যুগে শক্ত ঈমানওয়ালা মানুষদের পতনের মূল কারণ
সঠিক আলেম চেনার উপায় এবং স্বার্থপর ধর্মব্যবসায়ীদের ছলচাতুরী থেকে উম্মতকে রক্ষা করার দিকনির্দেশনা।
🌟 যুগে যুগে শক্ত ঈমানওয়ালা মানুষদের পতনের মূল কারণ 🌟
স্বার্থপর ধর্মব্যবসায়ীদের ছলচাতুরীতে বারবার ধ্বংস হয়েছে সচ্চল ঈমানওয়ালা মানুষরা। এসব ধর্মব্যবসায়ীই কাফের ও ইয়াহুদিদের বানানো এক ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু তাদের সনাক্ত করা প্রয়োজন।
ধর্মব্যবসায়ীদের পরিচয়
🙈 ধর্মব্যবসায়ী কারা?
- যারা দ্বীন প্রচারে নিজেকে কোরবানী না করে, মঞ্চে লম্বা বক্তব্য দিয়ে ব্যবসা চালায়।
- যারা দ্বীনের কথা অপরকে পৌঁছানোর জন্য খুরুজ ফি সাবিলিল্লাহ’র মত সিস্টেম বানায় না।
- যারা মনে করে একজন বলনেওয়ালা থাকলেই তারা নিজেদের মূল্য হাঁকাতে পারবে। একাধিক ব্যক্তির প্রচার তাদের দাওয়াতি ‘দোকান’ বন্ধ করে দিতে পারে।
কিন্তু তারা কি জানে না?
আল্লাহ যদি চান, গোলামের বেটা হযরত বেলাল রাদিআল্লাহু আনহুকে মুয়াজ্জিন বানিয়ে উম্মতের কাছে দাওয়াতের কাজ করাতে পারেন।
হক্কানী আলেম চেনার লক্ষণ
❤️ হক্কানী আলেম
- আপনার নফসের বিপরীতে কথা বলে আপনাকে হাসির চেহারায় দুঃখী করতে পারে, কিন্তু নফসকে মিথ্যা হাসাতে দেবে না।
- নিজের জীবন কোরবানী দিয়ে উম্মতের জন্য দ্বীনের কাজ করেন।
- নিজের প্রয়োজনে কষ্টে থেকেও উদারতা দেখান।
- আমল দিয়ে দাওয়াত দেন, কথার চেয়ে কাজে বেশি প্রমাণ দেখান।
- কোরআন-শরীয়তের বিনিময়ে নয়, বরং সময়ের বিনিময়ে হাদিয়া গ্রহণ করেন।
- ব্যবসা করেন বাজারে, কিন্তু দ্বীনের মিম্বরকে ব্যবসার মঞ্চ বানান না।
- সাধারণ মানুষের কাছে আমলের দাওয়াত দেন, আর জ্ঞানীদের মাঝে তাকওয়া দেখান।
- রাজনীতিতে ইখলাস ও তাকওয়া নিয়ে অংশ নেন, শুধু আল্লাহর হুকুম বুলন্দ করতে।
- ৭৩ ফিরকার মধ্যে সেই ১ ফিরকায় বিশ্বাসী, যারা বাকিদের জান্নাতে নিয়ে যাওয়ার ফিকিরে থাকে।
- উম্মতকে এক রাখার চেষ্টা করেন, কোরআন-হাদিস দিয়ে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত হন না।
- বান্দার দোষ দেখে আল্লাহর কাছে পানাহ চান; নিজের ও উম্মতের সংশোধনের চেষ্টা করেন, অপমান বা নিন্দা করেন না।
🌺 এ পোস্ট তাদের ভালো লাগবে যাদের, দেহ- মন আর প্রানে আল্লাহ নজর দিয়েছেন।
#TahqiqOnline
✒️ InshaAllah To be continued…