নবীজী (সঃ) এর হাদিসের মাফহুমঃ "মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা কিছু শুনে সেটা যাচাই না করে বর্ণনা করে।"

তথ্য যাচাইপ্রকাশিত মিথ্যাসাম্প্রতিক দাবি

তাসলিমা নাসরিন ফতোয়া প্রসব করেছে দাবিতে মিথ্যা তথ্য প্রচার

অসত্য দাবি এবং মিথ্যা প্রচারণার আসল উদ্দেশ্য

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, “সাদপন্থীরা যে হক এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। কারণ, জগতবিখ্যাত মুফত তাসলিমা নাসরিন ফতোয়া প্রসব করেছে।”

উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের লিঙ্ক দেখুন: আর্কাইভ লিঙ্ক

দাবি প্রকাশক:

Tabligh Jamat World Shura

দাবির লিঙ্ক:

আর্কাইভ লিঙ্ক

ফ্যাক্টচেক:

তাহকিক টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা।

অনুসন্ধানের ফলাফল:

সংশ্লিষ্ট পোস্ট পর্যালোচনা:

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এসব পোস্টে ‘তাসলিমা নাসরিনের’ উক্ত দাবির সপক্ষে কোনো প্রামাণ্য ছবি, ভিডিও, বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।

প্রাসঙ্গিক বিবৃতি:

তাসলিমা নাসরিনের ভেরিফাইড পেজে এমন কোনো পোস্ট নেই। তার ভেরিফাইড পেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, এমন কোনো বক্তব্য বা ফতোয়া প্রসবের বিষয়টি প্রকাশিত হয়নি।

উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার:

এই ধরনের মিথ্যা প্রচারণার উদ্দেশ্য হলো:

  1. ইমারত অনুসারী (সাদপন্থী) দের হেয় করা।
  2. তাদেরকে দেওয়ানবাগী ও হিজবুত তাওহীদের সঙ্গে জুড়ে দেওয়া, অর্থাৎ সাধারণ মানুষের কাছে তাদেরকে একই শ্রেণিভুক্ত হিসেবে উপস্থাপন করা।
  3. আলমি শুরার মিথ্যা প্রচারণার মাধ্যমে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা।

মন্তব্য বিশ্লেষণ:

SotteR SoiniK

“আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক তারা যারা আন্তাজে কথা বলে এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলার লানত।”

Abdullah Mohammad

“রসুল (সা) বলেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, সে শোনা কথাকে যাচাই ছাড়া বর্ণনা করে। আপনারা যে মিথ্যার উপর টিকে আছেন এটা তার সুস্পষ্ট প্রমাণ। আলহামদুলিল্লাহ। বাই দা ওয়ে, পিনাকী দাদা, ইলিয়াস ও তসলিমা নাসরিনকে আলমি শুরায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।”

Lutfor Rahman Sagor

“রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৯২)”

Md Rayhan Nahid

“তার ভেরিফাইড পেজে এমন কোনো পোস্ট নেই।”

MD Masum Amin

“এটা এডিট করেছেন,,, মাশাল্লাহ সামনে আরো সুন্দর বিষয় নিয়ে এডিট আসবে।”

উপসংহার:

তাসলিমা নাসরিনের ফতোয়া প্রসবের খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। এটি বিভ্রান্তি ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে প্রচারিত একটি গুজব।

তাহকিক টিমের পরামর্শ:

প্রচারিত তথ্য যাচাই-বাছাই না করে কখনোই শেয়ার করবেন না। বিভ্রান্তি প্রতিরোধে সঠিক তথ্য ছড়িয়ে দিন।

তথ্যসূত্র:

#Tahqiq #মিথ্যাচার #তথ্যযাচাই #তাসলিমা_নাসরিন #ভুয়া_খবর #তাহকিক

What should you do now after tahqiq?
What should you do now after tahqiq?
Show More

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button