অপবাদ: স্মার্টফোন বা ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে নামাজ পরলে নামাজ হবেনা, এটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যাচার
ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে নামাজ পরলে নামাজ হবেনা, এ জাতীয় বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যাচার। মাওলানা সাদ হাফিজাহুল্লাহর প্রকৃত বক্তব্য জানতে পড়ুন
স্মার্টফোন বা ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে নামাজ পরলে নামাজ হবেনা, এটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যাচার বরং এ জাতীয় কথা মাওলানা সাদ সাহেব কখনো বলেননি।
তাহকিক:
হযরতজী মাওলানা সাদ কান্ধলভী হাফিজাহুল্লাহ নিজের পছন্দ অনুযায়ী ছবি না তোলার জন্য বলেছেন এবং এ জাতীয় ছবি তোলাকে হারাম বলেছেন, উদাহরণস্বরূপ তিনি বিয়ে ও বিভিন্ন অনুষ্টানে ছবি তোলার কথাও বলেছেন, সেইসাথে তিনি কয়েকটি হাদিসও বলেছেন, “যে ব্যাক্তি (প্রয়োজন ব্যাতিত প্রাণীর) ছবি তুলবে, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে ঐ ছবিতে রূহ দেবার জন্য বাধ্য করবেন তখন সে রূহ দিতে অক্ষম হবে আর আল্লাহ তাঁয়ালা তাকে জাহান্নামে পাঠাবেন।” আরো একটি হাদিস বলেছেন “প্রত্যেকজন ছবি তৈরীকারী (যে শুধু ভালো লাগার জন্য ছবি তোলে) জাহান্নামে যাবে।”
ছবি যেকোনো পদ্বতিতেই (আঁকা বা তোলা) বানানো হোক।
এই হাদিস সমূহের প্রেক্ষিতে তিনি বলেছেন, আমিতো ভাবি ক্যামেরাযুক্ত মোবাইল (যেসব মোবাইলে হাদিস দ্বারা নিষিদ্ব ছবি থাকে) পকেটে রেখে নামায হয় কিনা !! এবং শেষে একথাও বলেছেন যে, মোবাইল ঠিক আছে এটা মানুষের প্রয়োজন, ছবি ছাড়া রাখা যায় (ক্যামেরা যুক্ত মোবাইল হলেও ছবি তুলবোনা)।
এই সমস্ত কথায় কি তিনি কখনো বলেছেন তোমরা ক্যামেরা যুক্ত মোবাইল নিয়ে নামাজ পরোনা অথবা ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে নামাজ পরলে নামাজ হবেনা ?
তাহলে কেনো ৫ মিনিটের কথাকে ৫ সেকেন্ডের কাট-পিস ভিডিও বানিয়ে, বিতর্ক সৃস্টি করা হচ্ছে ?
আগে সম্পূর্ণ কথা ব্যাখ্যা সহ শুনেন-বুঝেন, তারপর নাহয় বলেন, তিনি কি বলেছেন :
Tahqiq Online