নবীজী (সঃ) এর হাদিসের মাফহুমঃ "মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা কিছু শুনে সেটা যাচাই না করে বর্ণনা করে।"

বর্তমান ফিতনা

খোলা চিঠি: মাওলানা যোবায়ের সাহেব ও তাঁর অনুসারীদের উদ্দেশ্যে, ১৬ ডিসেম্বর, ২০২৪

আবারো কারী জুবায়ের সাহেবের নিকট খোলা চিঠি

Untitled design(7)

আবারো কারী জুবায়ের সাহেবের নিকট খোলা চিঠি


খোলা চিঠি: মাওলানা যোবায়ের সাহেব ও তাঁর অনুসারীদের উদ্দেশ্যে

বিসমিহি তা'লা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বাংলাদেশের তাবলীগের গুরুত্বপূর্ণ ময়দানগুলোতে সংঘর্ষ এড়ানোর আহ্বান নিয়ে আবারও একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। মাওলানা ক্বারী যোবায়ের সাহেব ও তাঁর অনুসারীদের উদ্দেশ্যে আহলে শুরা সদস্য সৈয়দ ওয়াসিফ ইসলাম (কাকরাইল, ঢাকা) উক্ত চিঠিতে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন।


চিঠির মূল বক্তব্য

১. সহিংসতার নিন্দা: মাওলানা যোবায়ের সাহেব ও তাঁর অনুসারীদের সহিংসতামূলক বক্তব্য ও জোড় প্রতিহতের পরিকল্পনা "ঘৃণ্য কাজ" বলে নিন্দা জানানো হয়েছে।

২. ঐক্যের আহ্বান: দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংঘর্ষ এড়িয়ে সহাবস্থান ও সমঝোতার প্রতি জোর দেওয়া হয়েছে।

৩. তৃতীয় পক্ষের সুযোগ: অভ্যন্তরীণ বিরোধের কারণে "তৃতীয় পক্ষ" অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

৪. জোড়ের তারিখ: আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হবে। এই জোড়কে কেন্দ্র করে কোনো সহিংসতা হলে তার দায়ভার সম্পূর্ণভাবে মাওলানা যোবায়ের সাহেব ও তাঁর অনুসারীদের বহন করতে হবে বলে জানানো হয়েছে।

৫. দাওয়াতী ঐক্য: মাওলানা সা'দ সাহেব (দা. বা.)-এর নেতৃত্বাধীন নিজামুদ্দীন মার্কাজের অনুসারীদের ঐক্য ও সাফল্য তুলে ধরা হয়েছে।


আহ্বান ও সতর্কবার্তা

সহিংসতা এড়িয়ে একসাথে শান্তিপূর্ণভাবে দাওয়াতী কাজ করার আহ্বান
উলামা ও ত্বলাবাদের রাজনৈতিক বা দাওয়াতের অপব্যবহার থেকে বিরত থাকার সতর্কতা



#তাবলীগ #খোলা_চিঠি #ঐক্যের_আহ্বান #কাকরাইল_মসজিদ #CurrentFitnah #Tahqiq #IslamicUnity #Peace

নিচে মূল চিঠিটি উল্লেখ করা হলঃ

বিইসমিহি তা'লা


প্রিয় মাওলানা যোবায়ের সাহেব ও সাথীবৃন্দ!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


আশা করি, আল্লাহপাকের ফজলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাকে খোলা চিঠি দিয়ে যাবতীয় সংঘর্ষ এড়ানোর আহ্বান করছি। আর এটাকে আমরা নবুয়্যতি জিম্মাদারীর অংশ ও ‘ইতমামে হুজ্জত' মনে করছি।
আপনি আমাদের আগের খোলা চিঠিতে দেয়া ঐক্য বা সমঝোতামূলক সহাবস্থানের আহ্বানকে কোনোরূপ সম্মান প্ৰদৰ্শণ তো করেনইনি, উত্তরও দেননি! দেশ ও জাতির স্বার্থে আপনাকে আবারও খোলা চিঠি দিচ্ছি।


আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে টঙ্গীর ময়দানে আমাদের পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জোড়কে কেন্দ্র করে আপনি যে সহিংসতামূলক বক্তব্য দিচ্ছেন এবং আপনার লোকদের ময়দানে জমা করে আমাদের জোড়কে ব্যাহত ও প্রতিহত করার অন্যায় পরিকল্পনা করছেন— তা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ হিসেবে দেশ ও জাতির কাছে প্রমাণিত হচ্ছে! আপনারা ময়দানে জোড় করেছেন— আমরা খোলা চিঠিতে আপনাদের জন্য দু'আ করেছি, আপনাদের সাফল্য কামনা করেছি। পাশাপাশি এও আহ্বান জানিয়েছি যে, আমাদের জোড়ের সময়ে আপনারা ময়দান খালি করে দেবেন। কিন্তু জানি না, কোন অজানা কারণে আপনি বারবার সহিংসতার পথে হাঁটছেন! দেশের এই ক্রান্তিলগ্নে আপনার তো এতোটুকু বোঝা উচিৎ যে, আমাদের পারস্পরিক যেকোনো সাংঘর্ষিক অবস্থাকে কেন্দ্র করে ‘তৃতীয় পক্ষ’ সুযোগ নিয়ে আবারও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে!


মাওলানা যোবায়ের সাহেব!
বিনয়ের সাথে আপনাকে বলছি— উলামায়েকেরাম এবং মাদ্রাসার তুলাবাদের দিয়ে আমাদেরকে প্রতিহত করার যে দূর্বল পথে আপনি হেঁটেছেন— তা আপনাকে প্রতিষ্ঠিত তো করেইনি বরং দু'দিন আগে আপনি নিজেই স্বীকার করেছেন যে, আপনারা ‘অস্তিত্ব সংকটে ভুগছেন'! অন্যদিকে আল্লাহপাকের শোকর আদায় করি— আমরা নিজামুদ্দীনের অনুসারীরা এতো বাধা, এতো বিরোধিতার পরেও কখনো অস্তিত্ব সংকটে পড়িনি বা পড়ার বা ভোগার চিন্তাও করিনি! আমাদের শক্তি— আল্লাহপাকের প্রতি আমাদের অগাধ আস্থা, আমাদের ঐক্য এবং মার্কাজ নিজামুদ্দীনের প্রতি আমাদের ইতায়াত । দাওয়াতী মেহনতের বিশ্ব মার্কাজ নিজামুদ্দীন এবং বিশ্ব তাবলীগের আমির হজরত মাওলানা সা'দ সাহেব (দা. বা.) থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ আপনারা অস্তিত্ব সংকটে পড়েছেন বলে আমরা মনে করি…!


আপনাকে আহ্বান করছি: দয়া করে উলামা ও কোমলমতী ত্বলাবাদের অন্যায়ভাবে ব্যবহার করার এহেন পদক্ষেপ দ্বিতীয়বার নেবেন না বা নেবার চেষ্টাও করবেন না! আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি: আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে যে জোড় শুরু হতে যাচ্ছে— সেখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শদাতাদেরকে বহন করতে হবে!


আরজ গুজার,


(সৈয়দ ওয়াসিফ ইসলাম)

আহলে শুরা, তাবলীগ জামাত বাংলাদেশ
কাকরাইল মসজিদ, রমনা, ঢাকা।
তারিখ: ১৬ ডিসেম্বর, ২০২৪

Show More

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button