নবীজী (সঃ) এর হাদিসের মাফহুমঃ "মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা কিছু শুনে সেটা যাচাই না করে বর্ণনা করে।"

ইসলামিক ব্যক্তিত্বদাওয়াত ও তাবলিগপ্রবন্ধ

শায়খুল হাদীস মাওলানা জিয়া বিন কাসেম দা.বা. এর লেখা কুরআনের তাফসির: ইলমি ময়দানের এক বড় খেদমত

শায়খুল হাদীস জিয়া বিন কাসেম হাফিজাহুল্লাহুর রচিত আহসানুল বয়ান—বাংলাভাষায় কুরআনের সহজ, সুন্দর এবং দলিলভিত্তিক তাফসিরের অনন্য নিদর্শন।

শায়খুল হাদীস মাওলানা জিয়া বিন কাসেম দা.বা. এর লেখা কুরআনের তাফসির: ইলমি ময়দানের এক বড় খেদমত…

কিছু কিছু মানুষ আছেন যাদের চিন্তা চেতনা কাজ ও কর্মের পরিধি দেখলে ঈর্ষা হয়, তদ্রূপ আমাদের সকলের পরিচিত মুখ শায়েখ জিয়া বিন কাসেম তাদের অন্যতম। সম্প্রতি তিনি ” আহসানুল বয়ান ফী তাফসিরুল কুরআন” ১৩১৮ পৃষ্টার দুই খন্ডে তাফসির লিখেছেন। বাংলাভাষায় এতো সহজ, সুন্দর ও দলীল ভিত্তিক মৌলিক লেখা তেমন কোন তাফসির নেই। বাংলা ভাষায় কুরআনের খেদমতে এটি একটি বিরল দৃষ্টান্ত। আল্লাহ তায়ালা এই মহান কুরআনিক খেদমতকে কবুল করুন। আমিন

সমকালিন উলামায়ে কেরামের মধ্যে শায়েখ জিয়া বিন কাসেম হাফিজাহুল্লাহুর মতো চিন্তাশীল, আধুনিক, যুগোপযোগী, রুচিশীল, স্মার্ট আবার একই সাথে সুন্নাহ পরিপালনে নিখাদ অনুশীলন, তাকওয়া, পরহেজগারি এই দুই ধারার সমন্বয়ে চলা আলেমের সংখ্যা এদেশে বিরল। একই সাথে এতো বৃহৎ দ্বীনী খেদমত একসাথে আঞ্জাম দেয়া উলামায়ে কেরামের সংখ্যা হবে হাতেগোনা। দাওয়াত, তালিম, তিজারা, তাসনিফাত এই চার জায়গায় তিনি সমানভাবেই কাজ করছেন।

জাতীয় কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের তিনি চেয়ারম্যান, মারকাযুল উলুম আশ-শরীয়্যাহার মুহতামিম ও শায়খুল হাদীস। একটি মাসিক পত্রিকার সম্পাদক। কাকরাইল মারকাজেরও তিনি মুরুব্বি।

বাংলাদেশে দারুল উলুম দেওবন্দে দীর্ঘদিন পড়াশুনা করা কীর্তিমানদের তিনি অন্যতম। শতব্যাস্ততার ভিতরে ইলেম চর্চায় উনার আগ্রহ আর একই সাথে দাওয়াতে ইলাল্লাহর ফিকির নিয়ে বিশ্বব্যাপি পথ চলা আলেমের সংখ্যা এদেশে বিরল। যেমন তিনি ছাত্রদের মাঝে একজন সফল উস্তাদ হিসাবে সফল, তেমনি তিনি বাংলাদেশের আপাময় সাধারন মুসলমানের মাঝে দাওয়াতি ময়দানে ব্যাপক জনপ্রিয়।

একজন সফল শিক্ষাবিদ ও সংগঠক। একজন অমায়িক ব্যাবহারের বিনম্র জীবনাচারে সাদামাটা মানুষ। শিশুদের মতো কোমল হৃদয়ের অধিকারী একজন পরিচ্ছন্ন মানুষ। এসব আল্লাহ প্রদত্ত খাস গুন।

চলাফেরা সবকিছুতে নিরহংকার ও নির্মোহ জীবনের অধিকারী। কে কী বলল, এসবে না তাকিয়ে আল্লাহর জন্য কাজ করেন নিরলসভাবে, বিরামহীন। উম্মাহর ফিকির, উম্মাহর জাগরন, উম্মাহর ময়দানে দাওয়াতি ও ইলমি খেদমত থাকে ঘুমাতে দেয়না শান্তিতে। রাতদিন কাজ করে শান্তি পান। ফলে তার ইখলাস ও বুজুর্গীর কারণে আমাদের আকাবির আসলাফদের মতো আল্লাহ পাক তাকে নিয়ে বহুমুখী কাজ নিচ্ছেন আলহামদুলিল্লাহ। শায়খুল হাদীস থেকে তিনি এখন শায়খুত তাফসির।

বিশ্ব ইজতেমায় যারা আসেন, তারা তার দরাজ ও দরদী কন্ঠের সাথে ব্যাপকভাবে পরিচিত। টঙ্গির ইজতেমার মাঠে যেকজন আলেমের তরজমা শুনে মুবাল্লীগগন উচ্চাসিত হন তিনি তাদের অন্যতম।

দেশসেরা একটি কওমী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস হওয়ার পরেও সারাদেশে তিনি যে পরিমান সফর করেন এটি কেউ কাছে থেকে না দেখলে বুঝা মুশকিল। বাদ ফজর থেকে তিনি বুখারীর দরস শুরু করেন। পড়ান তরজমাতুল কুরআনসহ আরো অনেক কিতাব একটানা ১২টা পর্যন্ত। এরপরে প্রতিদিন কোননা কোন দাওয়াতি মজমায় তিনি বয়ান থাকেই।

এছাড়া প্রতিমাসেই কোন না কোন দেশে দাওয়াতি সফরতো আছেই। ঘুরেছেন পৃথিবীর পথে পান্তরে। কী আফ্রিকার গ্রহীন অঞ্চল থেকে, ইউরোপের দেশেদেশে, লেথিন আমিরিকার দেশের পর দেশ, রাশিয়ার সকল এলাকায় তিনি সফর করেছেন বহুবার। এতো কিছুর ভিতর দিয়ে এরই মাঝে ব্যাপক মুতা-আলা ও অধ্যায়ন করেন। আবার কুরআনের তাফসিরের মতো জঠিল এবং গুরুত্বপূর্ণ একটি কাজ তিনি এবার আঞ্জাম দিলেন।

দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি ছুটে চলেন। হাজারো লাখো মানুষের মজমায় হৃদয়গ্রাহী কথা বলেন। সারাদেশে প্রতিদিন এই সফর করেও তিনি একটাকা কারো কাছ থেকে নেন না। অভ্যান্তরিন ফ্লাইটে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়ান নিজের পকেটের টাকা খরচ করে। নিজের জীবন সংসার চালানোর জন্য হালাল জীবিকার জন্য ব্যাবসার সাথে জড়িত রয়েছেন। নিজেস্ব কাপড়ের ইন্ডাস্ট্রি। দেশ-বিদেশে ব্যাবসার ব্যাপকতাও চোখে পড়ার মতো। এসব যেন আমাদের আকাবির আসলাফদের বহুমুখী দ্বীনী খেদমত ও জীবনচারে এক অনন্য উদাহরণ।

আল্লাহ তায়ালা শায়খকে নেক হায়াত দান করুন। আমাদের মাথার উপর তার ছায়াকে আরো দীর্ঘ করুন। আমিন।

বান্দাঃ আতাউর রহমান
এম,এ ইসলামের ইতিহাস
রংপুর কারমাইকেল কলেজ রংপুর।

#AhsaulBayan #TafsirulQuran #SheikhZiaBinQasem #IslamicScholar #Dawah #Tafsir #QuranicStudies #TahqiqOnline

Show More

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button