১৮ ডিসেম্বর টঙ্গীতে সংঘর্ষের গোপন মাশোয়ারা ফাঁস | Tahqiq Online
১৮ ডিসেম্বর টঙ্গীতে সংঘর্ষের গোপন মাশোয়ারা ফাঁস | Tahqiq Online
তাবলীগের নাম করে সংঘর্ষের মাশোয়ারাগুলো আসলে তাবলীগের মেহনতের সম্পূর্ণ বিপরীত। এ ধরনের কর্মকাণ্ড ইসলামের শান্তির বার্তার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
কিছু উগ্রপন্থী এবং তৃতীয়পক্ষের রাজনৈতিক স্বার্থে উলামা-বেশে নিজেদের লুকানো ব্যক্তিরা তাবলীগের পবিত্র কাজকে কলঙ্কিত করছে। এমন পরিস্থিতিতে প্রশাসন ও মিডিয়াকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার অনুরোধ জানাই।
আমরা চাই, তাবলীগের চলমান সমস্যার সমাধানে প্রশাসন এবং মিডিয়া ন্যায়নিষ্ঠ থেকে কার্যকর পদক্ষেপ নেবে। সব ধরনের সম্ভাব্য সমাধানের পথে হাঁটলে আমাদের পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। কিন্তু বৈষম্যমূলক আচরণ ও একপেশে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আল্লাহর দরবারে বিচার দেওয়া হবে। সচেতন সমাজ এমন অন্যায় বরদাশত করবে না।তাবলীগের আসল মেহনত রক্ষা এবং সত্য প্রতিষ্ঠায় আমাদের সাথে থাকুন।
🔖 হ্যাশট্যাগ:#TahqiqOnline #টঙ্গীসংঘর্ষ #তাবলীগমেহনত #ইসলামীসমাজ #নিরপেক্ষমিডিয়া #বাংলাদেশ #উলামা #শান্তিরবার্তা #TruthMatters #FitnahExposed